
সংবর্ধনা অনুষ্ঠানে সবাই আশা করেছিলেন হকি দলকে আশাতীত আর্থিক প্রণোদণা দেওয়া হবে বা না দিলেও আকর্ষণীয় অংকের টাকা দেয়ার ঘোষণা বা প্রতিশ্রুতি দেওয়া হবে। শেষ পর্যন্ত দ্বিতীয়টিই হয়েছে। কিন্তু আশাতীত-আকর্ষণীয় কোন অংক নয়। বরং যৎসামান্য। যা নিয়ে হতাশা ও সমালোচনার জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গনে।
হকি দলকে মোট পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তাতে দলের ১৮ খেলোয়াড় ও ৩ কোচ, কর্মকর্তারা প্রত্যেকে পাবেন মাত্র ২৩ হাজার ৮০৯ টাকা বা প্রায় ২৪ হাজার টাকা করে! ক্রীড়ামোদীরা বলছেন—এই অঙ্কটা তাদের সাফল্যের তুলনায় লজ্জাজনকভাবে অনেক কম!
যুব হকি দলের খেলোয়াড়রা ক্যাম্প চলার সময় ভাতা পান মাত্র ৪০০ টাকা। এছাড়াও আছে নানা সমসপ্রতিবন্ধকতা। এই যখন দুরবস্থা, তখন হকি দলের প্রত্যেকতে মাত্র ২৪ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণাকে ‘প্রহসন’ বলে মনে করছেন ক্রীড়ামোদীরা।
বহুল পঠিত
পাঠকের পছন্দে শীর্ষ সংবাদ
সর্বশেষ সংবাদ
সবার আগে সর্বশেষ সংবাদ
মন্তব্য করুন 💬