
কোনো গুঞ্জন ছাড়াই হঠাৎ তাহসানের বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেট দুনিয়ায় তা তোলপাড় করে ফেলে। তবে তাহসান জানালেন, বিয়ে এখনো হয়নি। তাহলে আসল ঘটনা কি?
শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমে তাহসান বলেন, 'বিয়ে প্রসঙ্গে বিস্তারিত তথ্য শনিবার সন্ধ্যায় জানাব।'
তাহসান তাঁর কথা রাখলেন।সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে তাহসান তার ব্যাক্তিগত ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন।পোস্ট করা ছবির ক্যাপশনে তাহসান লেখেন,কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবনধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
বহুল পঠিত
পাঠকের পছন্দে শীর্ষ সংবাদ
সর্বশেষ সংবাদ
সবার আগে সর্বশেষ সংবাদ
মন্তব্য করুন 💬