
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবেন না। আর বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে। এটা তাদের ব্যাপার।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পাঁচ নম্বর মাছঘাট এলাকায় বিআইডাব্লিউটিএ বিআরডাব্লিউটিপি-১ প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মনে করি, ভারতের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা যদি নষ্ট হয় তাহলে তা ভারতের ক্ষতি হবে, আমাদের না। এখন তারা যদি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এটা প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ না। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে তারাও ভালো থাকতে পারবেন না।’
তিনি আরো বলেন, ‘শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে ও নৌ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বাধা আসে।
দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম পোশাক শিল্পের প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘যেসব গার্মেন্ট বন্ধ হয়েছে, এখানে শ্রমিকের দোষ দিলে হবে না, কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার।’ এ ছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্ত এবং যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
বহুল পঠিত
পাঠকের পছন্দে শীর্ষ সংবাদ
সর্বশেষ সংবাদ
সবার আগে সর্বশেষ সংবাদ
মন্তব্য করুন 💬